সুদীপ পাল, বর্ধমানঃ
এবার নগর নিগমের সাফাই কর্মীরা বোনাস পেলেন। প্রত্যেককে ৫০০ টাকা করে বোনাস দিল দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুর নগর নিগমের পাঁচটি বরোতে মোট ২৫০০ সাফাই কর্মী রয়েছেন।
‘ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিম’-এর অধীনে এই সাফাই কর্মীরা মজুরি পান দৈনিক ১৪৪ টাকা করে। সুপারভাইজার ১৭২ টাকা করে পান। ‘স্টেট আরবান ডেভেলপমেন্ট’-এর সহযোগিতায় সাফাই কর্মীদের এই মজুরি দেওয়া হয়। এবছর সাফাই কর্মীদের বোনাস দিল নগর নিগম দুর্গাপুর।
একই সাথে জানা যাচ্ছে, দুর্গাপুজো থেকে কালীপুজো পর্যন্ত দৈনিক দুবার মন্ডপ ও তার আশপাশ পরিষ্কার করবেন কর্মীরা।
আরও পড়ুনঃ মেচ উপজাতি গোষ্ঠীর জীবন যাপন প্রকাশিত বহরমপুর বাবুপাড়া পুজো কমিটির মন্ডপ সজ্জায়
মণ্ডপের চারিদিক পরিষ্কার, ডাস্টবিন পরিষ্কার ছাড়াও ব্লিচিং পাউডার ছড়ানো শুরু হয়েছে ইতিমধ্যেই। উৎসবের এই কয়েকদিন তাই দ্বিগুন মজুরি পাবেন সাফাই কর্মীরা। দুর্গাপুর ৪ নম্বর বরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, সাফাই কর্মীদের মিশন নির্মল বাংলা লোগো দেওয়া নির্দিষ্ট পোশাক দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584