সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান দুর্গাপুর আসনে শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী এস এস অহলুওয়ালিয়া।তাঁর অত্যন্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা। ২৪৩৯টি ভোটে জয়লাভ করেছে বিজেপি। একেবারে টি-টোয়েন্টি ম্যাচের ধাঁচে হয়েছে নির্বাচনের গণনা। কখনো দেখা গেছে এগিয়েছে বিজেপি কখনোবা তৃণমূল। এক সময় দেখা যায় দুটি দলের ভোটের ব্যবধান মাত্র ১২০।
যদিও নির্বাচনের ফলাফল ঘিরে অসন্তোষ দেখা যায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে। অনেকেই মনে করছেন ইভিএম কারচুপি হয়েছে তার জেরেই এসেছে বিজেপির প্রার্থীর জয়। যদিও শাসক দলের এই অভিযোগ টেকেনি। শেষমেষ জয়ী প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে বিজেপি প্রার্থীর নাম। যদিও দুর্গাপুর পুরসভার তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ডের মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় ওরফে জহর বন্দ্যোপাধ্যায় মনে করছেন, বিজেপি প্রার্থীর জয়ে আখেরে ক্ষতি হলো দুর্গাপুরের কেননা তাঁকে সহজে পাওয়া যাবে না।
আরও পড়ুনঃ দেবশ্রীকে কেন্দ্রীয় মন্ত্রীসভার জন্য সুপারিশ জেলা বিজেপির
সুখে দুঃখে কতটা মানুষ তাঁকে পাশে পাবে সে প্রশ্ন উঠছে। যদিও বিজেপি কর্মীদের কটাক্ষ এনারা তো এত পাশে ছিলেন তাতে তো মানুষের দুঃখই বেড়েছে!
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584