প্রয়াত প্রাক্তন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত

0
232

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

প্রয়াত প্রাক্তন লোকসভা সদস্য, সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত। বার্ধক্যজনিত অসুস্থতায় ৮৩ বছর বয়সে জীবনাবসান ঘটে এই প্রবীণ রাজনীতিবিদের। সূত্রের খবর, আজ সকাল ছ’টা নাগাদ কলকাতার বাড়িতে তাঁর মৃত্যু হয়। পরিবারে রয়েছেন স্ত্রী ও এক মেয়ে।

dpi mla gurudas dead | newsfront.co
সংবাদ চিত্র

জানা গিয়েছে, অনেকদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন গুরুদাস বাবু। চলতি বছরের অগাস্টে অসুস্থ হওয়ায় তাঁকে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। জানা গিয়েছিল মাইল্ড স্ট্রোক হয়েছিল তাঁর। এছাড়াও শ্বাসকষ্টজনিত সমস্যা এবং হৃদযন্ত্রের সমস্যাও ছিল। কিডনির সমস্যাতেও ভুগছিলেন তিনি।

গুরুদাস দাশগুপ্তর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অরবিন্দ কেজরিবাল শোক জ্ঞাপন করে টুইট করেছেন ইতিমধ্যেই।

একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদনকে দেওয়া সাক্ষাৎকারে সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা জানিয়েছেন, “কমরেড গুরুদাস দাশগুপ্ত একজন সেরা সাংসদ সদস্য এবং ভারতীয় শ্রমিক শ্রেণির একজন সত্য নেতা ছিলেন। তাঁর মৃত্যু কেবল সিপিআইয়েরই ক্ষতি নয়, পুরো শ্রমিক শ্রেণির আন্দোলনেরই বিরাট ক্ষতি।”

২০০১ সালে সিপিআই-এর শ্রমিক সংগঠন এআইটিআইসির সাধারণ সম্পাদক নির্বাচিত হন গুরুদাস দাশগুপ্ত. টানা ১৭ বছর এআইটিইউসির শীর্ষ পদে থাকার পর অব্যাহতি নেন তিনি। শারিরীক অসুস্থতার কারণেই তিনি সরে দাঁড়িয়েছিলেন।

সংসদীয় রাজনীতিতে গুরুদাস দাশগুপ্তর প্রবেশ ১৯৮৫ সালে। ওই বছরই রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। এর পর ২০০৪ সালে পাঁশকুড়া থেকে জিতে লোকসভার সাংসদ হন। পরের বার লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তিনি পাঁচ বারের সাংসদ ছিলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here