সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের উজ্জ্বল ব্যক্তিত্ব,স্বাধীনতা সংগ্রামী ড.বিশ্বনাথ গঙ্গোপাধ্যায় প্রয়াত

0
136

শুভময় সেন,মুর্শিদাবাদঃ

প্রয়াত হলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট প্রাবন্ধিক লেখক শিক্ষাবিদ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সভাপতি ড.বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়।

ড.বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়।ফাইল চিত্র

বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন।বুধবার সকালে জেলার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছাত্রাবস্থায় স্বাধীনতা আন্দোলন যোগদান করেন,স্বাধীনতা পরবর্তীকালে সাম্যবাদী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হন।তিনি মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম সারিতে থেকে প্রতিবাদ সংগঠিত করেছেন।প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষার মুর্শিদাবাদের পরিচালকদের অন্যতম ছিলেন বিশ্বনাথ বাবু।তিনি শিল্পী সাংস্কৃতিককর্মী ও বুদ্ধিজীবী মঞ্চের মুর্শিদাবাদ জেলার সভাপতি পদের দায়িত্ব পালন করেছেন,ছিলেন সূর্যসেনার সভাপতি।এছাড়াও জেলার বহু প্রগতিশীল সংগঠনের সঙ্গে ছিল তাঁর আত্মিক যোগাযোগ।

প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষার কেন্দ্রে ড.বিশ্বনাথ গঙ্গোপাধ্যায়।ফাইল চিত্র

তিনি ছিলেন আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ বিরোধী ফোরামের নির্বাচিত সভাপতি এবং সম্প্রতি এই সংগঠনের কাজে লন্ডনে গিয়েছিলেন।তাঁর মৃত্যুতে মুর্শিদাবাদ জেলার শিল্পী সাংস্কৃতিক কর্মী সমাজকর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।মুর্শিদাবাদ জেলা হারাল এক প্রকৃত জ্ঞানী হৃদয়বান উজ্জ্বল ধর্মনিরপেক্ষ প্রগতিশীল ব্যক্তিত্ত্বকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here