কানু মন্ডল,বহরমপুরঃ
ড.বিশ্বনাথন গঙ্গোপাধ্যায়ের স্মরনসভা পালন করা হল মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের হলে একাধিক সামাজিক সংস্থা ও সংবাদ পত্রিকার উদ্যোগে,সেই সংস্থার গুলির সঙ্গে ছিল তাঁর আত্মিক যোগাযোগ।
সূচনায় মাল্যদান করা হয় এবং শোক প্রস্তাব পাঠ করেন গৌতম সাহা,বক্তব্য রাখেন বহরমপুর টাউন মনীষা স্মারক সংস্থার পক্ষে কুণাল বিশ্বাস,প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পক্ষে মোসাব্বর হোসেন,সি পি ডিজে আর এস এবং রোকেয়া নারী উন্নয়ন সমিতি র পক্ষে যথাক্রমে দেবাশিস চক্রবর্তী ও খাদিজা বানু,সর্বশেষ বক্তব্য রাখেন বিশ্বনাথ বাবুর পুত্র সোমতীর্থ গাঙ্গুলি ও তাঁর দীর্ঘ দিনের ছায়া সঙ্গী,বন্ধু অধ্যাপক অদিতি ধাওয়া।অনুষ্ঠানে এসেছিলেন তাঁর শোকার্ত পরিবারের পুত্র,কন্যা ও জামাতা সহ নাতি।সকলের বক্তব্যেই আসে ড. গঙ্গোপাধ্যায় জীবনে উচ্চপদস্থ সরকারি আমলা থাকা সত্ত্বেও কীভাবে সমস্ত রকমের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চে প্রথম সারিতে থেকেছেন।
তিনি যে আদর্শকে সঠিক বলে মনে করতেন সেই আদর্শকে জীবনেও পালন করেছিলেন বলেই পরিবারেও তাঁর চিন্তাভাবনার প্রভাব পরেছিল,যে কারনে বিশ্বনাথ বাবুর মৃত্যুর পর কোনও ধর্মীয় আচার মানা হয়নি পরিবারের পক্ষ থেকে।উল্লেখ্য বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, বুদ্ধিজীবী ড.বিশ্বনাথ গাঙ্গুলী দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২৮ নভেম্বর বুধবার সকালে জেলার এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584