বালুরঘাটের পয়োধী বাস্তবের ‘অগ্নীশ্বর’

0
62

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

patient treatment | newsfront.co
রোগীর চিকিৎসায় ব্যস্ত চিকিৎসক পয়োধী ধর। নিজস্ব চিত্র

মানবতার সেবাই একজন চিকিৎসকের প্রথম ও প্রধান কাজ। শারীরিক বা মানসিক রোগ,আঘাত বা বিকারের নিরীক্ষণ, নির্ণয় ও নিরাময়ের দ্বারা মানুষের স্বাস্থ্য বজায় রাখা বা পুনর্বহাল করাই হল চিকিৎসকের প্রধান কাজ।শিক্ষকরা মানুষ গড়েন আর চিকিৎসকরা মানুষ মেরামত করেন। একজন অসুস্থ মানুষের সেবা করে একজন চিকিৎসক মূলত মানবতার সেবা করেন।

patients treatment | newsfront.co
নিজস্ব চিত্র

সেই ডাকেই সারা দিয়ে নিজের স্বচ্ছন্দ ময় জীবন ছেড়ে বালুরঘাটের কৃতি সন্তান ডাক্তার পয়োধী ধর জেলার বিভিন্ন প্রান্তে অস্থায়ী শিবির স্থাপন করে বিনে পয়সায় অক্লান্ত চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন। আজ বালুরঘাট শহরের সাহেবকাছাড়ি এলাকায় একটি শিবিরে রোগীদের ভিড় তা প্রমাণ করল। কেউ পেটের রোগে ভুগছেন। তো কেউ আবার হৃদযন্ত্রের সমস্যায়। ভিড় করে থাকা অধিকাংশ মানুষ হত দরিদ্র পরিবারের। আর তাঁদের চিকিৎসা করে হাসিমুখে বাড়ি ফেরানোর দ্বায়িত্ব নিয়েছেন চিকিৎসক পয়োধী ধর।

বালুরঘাটে তাদের তিনপুরুষের বাস। বাবা প্রদীপ কুমার ধর শহরের একজন প্রতিষ্ঠিত চিকিৎসক। মা সুরঞ্জনা ধর শহরের একটি মেয়েদের স্কুলের শিক্ষিকা। পয়োধী নিজে যেমন চিকিৎসক তার স্ত্রী সঞ্চারী ধরও চিকিৎসক। মাঝে মাঝে এই দম্পতি চিকিৎসক একসাথে হাতে হাত মিলিয়ে শিবির গুলিতে মানুষকে পরিষেবা দিয়ে থাকেন। এমতাবস্থায় অনায়াসেই আয়াসে জীবন কাটাতে পারতেন প্রয়োধী ধর। বৃহত্তর পরিবারের হলেও! আজ রুগীই তাদের একমাত্র পরিবার। তাঁর চিকিৎসায় প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন অসংখ্য মানুষ। যে কারণে দূর দূরান্ত থেকে গরীব মানুষ তাঁর কাছে ছুটে আসেন সুচিকিৎসার আশায়।

চিকিৎসক পয়োধী ধর জানান, তিনি যখন মাধ্যমিক পরীক্ষায় স্ট্যান্ড করেছিলেন তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি জীবনে কি হতে চান। আমি বলেছিলাম ডাক্তার। তখন সাংবাদিকরা বলেছিল কেন, আমি বলেছিলাম আমার বাবা যেমন ডাক্তার হয়ে বালুরঘাটে ফিরে এলাকার মানুষকে স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। আমিও সে পথে হাঁটতে চাই।

আরও পড়ুনঃ ভোট নির্ঘন্ট প্রকাশের দিন সম্পর্কে জনসভায় ইঙ্গিত মোদীর

আমি ইতিমধ্যে বালুরঘাটে ফিরে এসে ১৫ টি মত শিবির করে মানুষকে চিকিৎসা পরিষেবা যেমন দিতে পেরেছি তেমনি আজও দিয়ে চলেছি। তাছাড়া আমি মনে করি এই এলাকায় নানা কারণে চিকিৎসা পরিষেবার কিছু খামতি রয়ে গেছে।
সেই কারণে আমি জেলার একজন ছেলে হিসেবে আমার বাবা যেমন তার দায়িত্ব পালন করেছেন আমিও বাবার পথে হেঁটে আমার দায়িত্ব বোধটুকু পালন করে যেতে চাই বলে ডাঃ পয়োধী ধর জানান। দীর্ঘ কয়েক বছর ধরে মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে মানবসেবার স্বীকৃতি হিসেবে, পদ্মশ্রী পেয়েছেন বীরভূমের ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ আড়াই বছর পর শর্তসাপেক্ষে জামিনে মুক্ত ভারভারা রাও

সম্প্রতি উড়িষ্যায় এক টাকা ভিজিট নিয়ে গরীব মানুষদের চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সেখানকার মেডিকেল কলেজের এক চিকিৎসক দম্পাতির কথা সংবাদপত্রের শিরোনামে আসায় মানুষ জানতে পেরেছে। এদের অনুপ্রেরণায় হয়ত অনুপ্রাণিত হয়েই এই তরুণ চিকিৎসকের বিপন্ন অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ানো! যা এই মহান পেশার সাথে অঙ্গাঙ্গীভাবে ভাবে জড়ানো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here