নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
সালার ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ব্লক স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বভার গ্রহণ করলেন ড: শিশির কুমার সর্দার।সোমবার সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্লক স্বাস্থ্য আধিকারিককে কার্যভার বুঝিয়ে দেন অস্থায়ী ব্লক স্বাস্থ্য আধিকারিক ড: মৈনাক মন্ডল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল মহাশয়, সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রজিৎ মহন্ত ও স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য কর্মী বৃন্দ।

এদিন একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ শিশির কুমার সর্দার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝিয়ে দেন। তারা বিবৃতি দিয়ে জানান, সালার ও তার পার্শ্ববর্তী এলাকায় স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আরও পড়ুনঃ বন্যার জলে প্লাবিত জলঙ্গির সিতানগর গ্রামের একাংশ
এ বিষয়ে সালার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল সব রকম সাহায্যের আশ্বাস দেন। এছাড়া সালার থানা ভারপ্রাপ্ত আধিকারিক নতুন স্বাস্থ্য অধিকারীককে সবরকম সাহায্যের আশ্বাস নেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584