নিজস্ব সংবাদদাতা, কলকাতা:তিনি চিকিৎসক হিসাবে তাঁর দায়বদ্ধতা থেকে থেকে ডেঙ্গির ভয়াবহতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। সেটিই তাঁর ক্ষেত্রে কাল হয়ে দাঁড়ালো যে রাজ্যের শিক্ষামন্ত্রী বেতন দিই তাই তলব করব বলে শাসন করেন শিক্ষকদের সেই রাজ্যে সরকারী সিদ্ধান্তের সঙ্গে সহমত না হয়ে উদ্বেগ প্রকাশের পুরস্কার হিসেবে ডা.অরুনাচল দত্তচৌধুরীর হাতে অনির্দিষ্ট কালীন সাসপেনশন অর্ডার ধরিয়ে দেওয়া হয় স্বাস্থ্য ভবন থেকে।
ডেঙ্গির ভয়াল থাবায় যখন কাকদ্বীপ থেকে কোচবিহার সর্বত্র আক্রান্ত তখন তা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে ধমক চমকের রাজনীতি করে চলেছে রাজ্য সরকার আর তার ব্যতিক্রম ঘটলে নেমে আসছে শাস্তির খড়্গ বা হেনস্থা।
এই সাসপেনশনের বিরুদ্ধে আজ সোনারপুর অটো স্টান্ডে প্রতিবাদ সভা এ পি ডি আর। এই সভাতে উপস্থিত ছিলেন এ পি ডি আরের পক্ষ থেকে সরোজ বসু, রঞ্জিত শূর, আলতাফ আহমেদ, নবকুমার বিশ্বাস ও সোমনাথ বসু সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। এই সভায় ডা.অরুণাচল দত্ত চৌধুরীর রচিত কবিতা পাঠ করেন কবি গালিব ইসলাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584