সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের প্রকল্প ড্রাগন ফল চাষ। আর এই ফল চাষ করার নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে ড্রাগন ফল চাষ করলে চাষীরা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। কারণ আন্তর্জাতিক বাজারে ড্রাগন ফলের মূল্য অনেক বেশি।
আরও পড়ুনঃ ইসলাম পুর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে আগুনে ভস্মীভূত গোটা বাড়ি
সুতি -১ ব্লক আধিকারিক এইচ এম রিয়াজুল হক এই কারণে প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে ড্রাগন ফলের চাষ করার পরামর্শও দেন। তিনি বলেন যে ড্রাগন ফলের সরকারি পাইকারী বাজার মূল্য ৩০০ টাকা প্রতি কেজি। সেই মতো আহিরন গ্রাম পঞ্চায়েতে এবং সাদিকপুর গ্রাম পঞ্চায়েতেও ড্রাগন ফল চাষ করা হয়েছে। কিন্তু চাষীরা চাষের মজুরি এখনও পর্যন্ত পায়নি বলেই অভিযোগ। এনিয়ে গত ২ জুন বিডিও এইচ এম রিয়াজুল হককে জিজ্ঞাসা করা হলে তিনি জানান MGNREGA প্রকল্পের টাকা এখনও পর্যন্ত পাননি। কাজেই চাষীদের অভিযোগ ন্যায্য । তিনি বলেন বিগত ডিসেম্বর মাস থেকে MGNREGA প্রকল্পের কোনো টাকা ছাড়া হয়নি। টাকা এলেই দিয়ে দেওয়া হবে। তিনি জানান যে ১৫-২০ দিন পূর্বে ডিএমডিসি এসে ড্রাগন ফল চাষ পরিদর্শন করেন। পাশাপাশি মুর্শিদাবাদ জেলার এ.ডি.এম জেড.পি জমিতে ড্রাগন ফল চাষ পরিদর্শন করেন। ডিএমডিসি এবং এ.ডি.এম জেড.পি এসে প্রশংসা করেছে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584