নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বাংলার সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে আঞ্চলিক স্তরের আদিবাসী সম্প্রদায়ের ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু হল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে। এই নাটক প্রতিযোগিতা উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র।
জানা গেছে রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলার ১৩ টি আদিবাসী নাটকের দল।
এছাড়াও এই একাঙ্ক নাটক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রতিমা দাস, অনগ্রসর সম্প্রদায় দফতরের অফিসার সুরজিৎ পাল, জেলাপরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মাণ্ডি, গড়বেতা ২ বিডিও সোফিয়া আব্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু দুলে, ভাস্কর চক্রবর্তী প্রমুখ।
আর এই নাটক দেখতে যথেষ্ট ভিড় জমায় এলাকার মানুষেরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584