ছাত্র আন্দোলনের সমর্থনে-সিএএ বিরোধিতায় নাট্যব্যক্তিত্বদের সৌভ্রাতৃত্বযাত্রা কলকাতায়

0
122

তন্ময় মণ্ডল, কলকাতাঃ

দেশজুড়ে ছাত্র আন্দোলন সমর্থনে এবং এনআরসি, সিএএ , এনপিআর-এর বিরুদ্ধে এই বার পথে নামলেন বাংলার নাট‍্য্যকর্মীরা। শুক্রবার অর্থাৎ আজকে দক্ষিণ কলকাতার মুক্তাঙ্গন মঞ্চ থেকে এই মিছিল শুরু হয়। যা পরে অ‍্যাকাডেমি চত্বরে এসে শেষ হয়।

সৌভ্রাতৃত্বযাত্রা। নিজস্ব চিত্র

বিশিষ্ট নাট্যব্যক্তিত্বরা এই যাত্রার নাম দিয়েছেন ‘সৌভ্রাতৃত্বযাত্রা’। এমন নামকরণ প্রসঙ্গে তাঁরা বলেন, থিয়েটারকর্মীরা সবসময়ই সবাইকে এক বন্ধনে বাঁধতে চেয়েছে। তাই আজকের পদযাত্রার এমন নামকরণ। শুধু তাই নয় এই দিনে মিছিলের ব‍্যানারে লেখা ছিল, ‘বাঁধন যত শক্ত হবে, ততই বাঁধন টুটবে,, যতই আঁখি রক্ত হবে, ততই আঁখি ফুটবে।’

নিজস্ব চিত্র

এ দিনের মিছিলে যোগ দিয়েছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, শুভাশিস মুখোপাধ্যায়, পল্লব কীর্তনীয়া, অশোক মুখোপাধ্যায়, সোহাগ সেন, শুভেন্দু মাইতি দুলাল লাহিড়ী, শান্তিলাল মুখোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট নাট‍্য ব‍্যক্তিবর্গ‌। নাটক নিয়ে যারা পড়াশোনা করছেন, তাঁরাও আজ এই পদযাত্রায় শামিল হয়েছিলেন। তাছাড়াও সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রী সবাই এই পদযাত্রায় সামিল হয়েছিলেন।

নিজস্ব চিত্র

আজকের এই নাটকের বিশেষত্ব হলো নাট্যকর্মীদের প্রতিবাদ মিছিলে কোনো দলীয় পতাকা ছিল না। মিছিলে অংশ নেওয়া কয়েক হাজার নাট্যকর্মীর হাতে ছিল শুধু মাত্র পোস্টার ও জাতীয় পতাকা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here