সফল হল ভারতে তৈরি ‘পিনাকা’ রকেটের উৎক্ষেপণ

0
70

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সফল হল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(DRDO) -এর তৈরি ‘পিনাকা’ রকেটের উৎক্ষেপণ। ‘পিনাকা’র এই পরীক্ষামূলক উৎক্ষেপনটি করা হয়েছে ওড়িশা উপকূলের চান্দিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির সাহায্যে তৈরি এই রকেট।

pinaka rocket | newsfront.co
ছবি সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

সূত্রের খবর, এটি অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ১২২ এমএম ক্যালিবারের একটি রকেট। যা ৪৫ কিমি পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পরপর মোট ৬ টি রকেট ছোঁড়া হয়। ব়্যাডার ও ইলেক্ট্রো অপটিক্যাল ট্রাকিং সিস্টেমেও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার আর কয়েকটি ধাপ সম্পূর্ন হলেই দেশের হতে তুলে দেওয়া হবে এই রকেট। ভগবান শিবের হরধনু পিনাকের নামানুসারে এই রকেটের নামকরণ করা হয়েছে।

উল্লেখ্য, ‘পিনাকা’ রকেটগুলির সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিও’কে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

আরও পড়ুনঃ দুদিনের প্যারোল মঞ্জুর অখিল গগৈয়ের, শুধুমাত্র পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here