কর্ণাটকের মন্দিরে পোশাক বিধি, মহিলাদের শাড়ি পরা বাঞ্ছনীয়, বক্ষদেশ যেন ঢাকা থাকে এমনই নির্দেশ

0
56

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

বিজেপি শাসিত কর্ণাটকের ২১১টি মন্দিরে মহিলাদের পোশাক বিধি সংক্রান্ত নয়া ফরমান জারি এক ধর্মীয় পরিষদের। নারী পুরুষ নির্বিশেষে পরতে হবে ‘হিন্দু সংস্কৃতির সঙ্গে মানানসই পোশাক’ তবেই প্রবেশ করা যাবে মন্দিরে এমনটাই জানানো হয়েছে পরিষদের তরফে। ওই ২১১টি মন্দিরের ওপর নজরদারির দায়িত্বে রয়েছে ওই ধর্মীয় পরিষদ।

Karnataka Temple
ছবি: সংগৃহীত

তবে পুরুষদের পোশাক বিধি যে এখনো স্থির করে উঠতে পারেননি তাঁরা সেকথা জানিয়েছেন এক পুরোহিত। মূলত মহিলাদের ‘হিন্দু সংস্কৃতি’-তে শিক্ষিত করাই সম্ভবত তাঁদের উদ্দেশ্য। কারণ, হরিনারায়ণ আসরান্না নামের এক পুরোহিত এ প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ”মহিলাদের শাড়ি পরাই বাঞ্ছনীয়। এবং খেয়াল রাখতে হবে, যাতে তা বক্ষদেশ পুরোপুরি ঢেকে রাখে। পুরুষদের পোশাক কি হবে তা এখনও আমরা ঠিক করিনি।”

আরও পড়ুনঃ জাতীয় কর্মসমিতি থেকে বাদ পড়তেই নিজের টুইটার বায়ো থেকে বিজেপির নাম সরালেন সুব্রমনিয়ম স্বামী

উল্লেখ্য, বজরং দলকেও মন্দিরের দেওয়ালে পোস্টার লাগাতে দেখা গিয়েছে। সেই সব পোস্টারে বলা হয়েছে, পোশাক বিধির নির্দেশিকা যেন মেনে চলা হয়। নির্দেশিকা না মানলে শুধুই মন্দিরে প্রবেশ নিষেধ নাকি আরো বড়সড় শাস্তির বিধান থাকতে পারে সে বিষয়ে কিছু খোলসা করে বলেননি তাঁরা। জানা গিয়েছে, কর্ণাটক সরকারের কাছ থেকে চূড়ান্ত সম্মতি পাওয়ার পরই ওই নির্দেশিকা জারি করা হবে।

আরও পড়ুনঃ ১৮ হাজার কোটি টাকার দরপত্র গ্রাহ্য, ৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়া যাচ্ছে টাটা গোষ্ঠীর হাতে

কর্ণাটকের কন্নড় জেলার মন্দিরে এমন নির্দেশিকার খবর প্রকাশ্যে আসার পরে কটাক্ষের বিবিধ প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটিজেনদের মধ্যে। কেউবা কটাক্ষ করেছেন আবার কেউ কেউ বিষয়টিকে সমর্থনও করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here