বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা মুর্শিদাবাদে

0
231

অনির্বাণ দে,বহরমপুর:

বহরমপুর সুইমিং এসোসিয়েশনের উদ্যোগে আজ প্রতি বছরের ন‍্যায় বিশ্বের দীর্ঘতম একাশি কিমি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আহিরণ সি আর পি এফ ঘাট থেকে শুভ সূচনা হয় বিশ্বের দীর্ঘতম নদী পথে ভাগীরথীর বুকে একাশি কিমি সাঁতার প্রতিযোগিতার।

৮১ কিমিতে প্রথম লুইস।(ছবি-ফেসবুক)।

শেষ হয় বহরমপুর গোরাবাজারে।এবার ছিল ৭৪তম বছর।এই প্রতিযোগিতায় প্রথম হন স্পেনের সাঁতারু জোস লুইস।

উনিশ কিমি বিভাগে ছেলেদের মধ্যে প্রথম ফইজল(ছবি-ফেসবুক)।

অপরপক্ষে উনিশ কিমি বিভাগে ছেলেদের মধ্যে প্রথম হন বাংলাদেশের ফইজল আহমেদ।

উনিশ কিমি বিভাগে মেয়েদের মধ্যে প্রথম সৃষ্টি।(ছবি-ফেসবুক)।

এই বিভাগে মেয়েদের মধ্যে প্রথম হন সৃষ্টি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here