অপারেশনের সময় ভাঙ্গা ডান পায়ের বদলে বাঁ পায়ে করা হল ফুটো

0
182

বদরুল আলম, বাঁকুড়া:

বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল । এবার, অপারেশন থিয়েটারে এক নবম শ্রেণীর ছাত্রের ভেঙ্গে যাওয়া ডান পায়ের বদলে অটুট থাকা বাঁ পায়ে ড্রীল করে ফুটো করার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল । বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির কেশিযাড়া গোবিন্দ প্রসাদ হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র সত্যপীর বাউরী অমর কাননে ইন্টার স্কুল ফুটবল ম্যাচে খেলতে গিয়ে ডান পায়ে চোট পায়। অভিযোগ , রবিবার অপারেশনের সময় প্রথমে ডাক্তার ভুল করে সুস্থ বাম পায়ে প্লেট বসানোর জন্য ড্রীল করে ফেলেন ।

তার পর ভাঙ্গা ডান পায়ে আবার ড্রীল করে প্লেট বসিয়ে ব্যন্ডেজ করে দেন। এরপর বেডে রোগীকে দিলে ঘটনা টের পায় সত্যপীর বাউরী । ডাক্তারদের জানালে বলা হয় ওটা ঠীক হয়ে যাবে। কিন্তু ওই ক্ষত থেকে রক্ত বের হতে থাকে । সত্যপীরের স্কুলের শিক্ষক দীপক সাহানা এই ঘটনার অভিযোগ গ্রীভেন্স সেলে জানান এবং তিনি দোষী ডাক্তারের শাস্তির দাবী করেন । যদিও হাসপাতাল কতৃপক্ষ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। হাসপাতাল কর্তিপক্ষের দাবী , ড্রীল করে কোনো ভুল ফুটো করার ঘটনা ঘটেনি । কোনো পিনের খোঁচা লেগে রক্ত বের হয়েছে মাত্র । ওই ছাত্রের সফল অপারেশন হয়েছে বলে হাসপাতাল সূত্রে জাননো হয় ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here