সুদীপ পাল,বর্ধমানঃ
বিদ্যালয় পাঠ্যবইয়ে সবাই পড়েছে জলের অপর নাম জীবন। কিন্তু সেই জলেরই যদি সংকট দেখা দেয় তাহলে গোটা এলাকার পরিস্থিতি কি হয় তা টের পাচ্ছে জামুড়িয়া ব্লকের বাসিন্দারা। শীত আসার সঙ্গে সঙ্গেই জামুড়িয়া ব্লকের কেন্দা পঞ্চায়েতের শালডাঙা, ঝাটিবন ও কোড়াপাড়া গ্রামে পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে। একটি কুয়ো থেকেই দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় জল সংগ্রহ করে এই এলাকার মানুষ। কিন্তু সমস্যা হয় শীত পড়লেই। দেখা যায় কুয়োর জল আস্তে আস্তে শুকোতে শুরু করেছে। এই সময় পানীয় জলের অভাবের সাথে সাথে দৈনন্দিন ব্যবহার্য্য জলও অমিল হয়ে যায়। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফ থেকে বছর পাঁচেক আগে এই এলাকায় একটি পানীয় জলের কল বসানো হয়েছিল। কিন্তু বর্তমানের তা সম্পূর্ণ বিকল। পানীয় জলের সংকটের জন্য প্রশাসনিক পর্যায়ে একাধিকবার জানানো হয়েছে বলেও অভিযোগ এলাকার বাসিন্দাদের।তবে সুরাহা হয়নি।
এবিষয়ে জামুড়িয়ার বিডিও অনুপম চক্রবর্তী এলাকায় পরিস্রুত পানীয় জলের অভাবের কথা স্বীকার করে বলেন, ” সম্প্রতি এই এলাকা পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের সাহায্যে দ্রুত বোরিং করে ভূগর্ভস্থ জলের সমীক্ষা করা হবে। সাবমারসিবল পাম্প বসিয়ে পরিস্রুত পানীয় জলসরবরাহের পরিকল্পনা রয়েছে।”
আরও পড়ুন: যানজটে রুদ্ধ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রবেশ দ্বার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584