বিকল পাম কল পানীয় জলের সংকট কালনা ১

0
192

শ্যামল রায়,বর্ধমানঃ

প্রচন্ড গরমে বাসিন্দারা যেমন অতিষ্ঠ হয়ে উঠেছেন তেমনি পানীয় জল পেতে মহাসঙ্কটের মধ্যে পড়েছেন কালনা ১ নম্বর ব্লকেরহাট কালনা গ্রাম-পঞ্চায়েতের গ্রামের বাসিন্দারা।
সোমবার পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে যে গ্রাম পঞ্চায়েতের গোয়াড়া উত্তর করা মন্ডলপাড়া নিভুজি বাজার পুরাতন হাটসহ প্রভৃতি এলাকায় পানীয় জলের  সংকট দেখা দিয়েছে।
জানা গিয়েছে যে এই এলাকায় রয়েছে ২ পি এইচ ই র পাম কল। পাম কলগুলো বিকল হয়ে পড়ে থাকায় এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে।
আরো জানা গিয়েছে যে বিস্তীর্ণ এলাকায় একটি পাম্পের সাহায্যে পানীয় জলের পরিষেবা দেওয়া হয় কিন্তু বিকল হয়ে পড়ে থাকায় এই পানীয় জলের সংকট বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
বাসিন্দাদের দাবি একদিকে প্রচন্ড গরম অন্যদিকে পানীয় জলের সংকট তাই দ্রুত পাম্প মেরামত করে পানীয় জল সরবরাহ করা হোক।
ক্ষুব্দ বাসিন্দারা জানিয়েছেন যে আমরা বারবার জনপ্রতিনিধিদের কাছে দরবার করেও সমস্যার সমাধান করতে পারছিনা একদিকে গ্রাম পঞ্চায়েত অন্যদিকে পি এইচ ই র টানাপোড়েনে এই সমস্যা তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে খবর।
স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বাপ্পা মজুমদার জানিয়েছেন পম্পি বিকল হয়ে পড়ায় এই জল সংকট তবে খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
অন্যদিকে ধাত্রীগ্রাম পি এইচ ইর সরকারি আধিকারিক দেবাশিস চট্টোপাধ্যায় জানিয়েছেন  দীর্ঘদিন পাম দুটি খারাপ হয়ে থাকার কারনে এই সমস্যা তৈরি হয়েছে আমরা নতুন পাম বসিয়ে পঞ্চায়েতের হাতে তুলে দিয়েছি। তাই যা কিছু করার পঞ্চায়েত করবে।
অথচ এই গ্রাম পঞ্চায়েতে কুড়ি হাজারের বেশি জনসংখ্যা থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের অভাব থাকার কারনে এই সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে।
তবুও গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর সমস্যা সমাধানে আমরা উদ্যোগ নিয়েছি।

ফিচার ছবি সংগৃহীত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here