সুদীপ পাল,বর্ধমানঃ
ভোট আসে ভোট যায়। সমস্যা মেটানোর কথা কিন্তু দীর্ঘদিন পানীয় জলের সমস্যাটুকুই মিটছে না কুলটির রেলপাড় এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, শুধুমাত্র পানীয় জলের জন্যই দু’ঘণ্টা লাইন দিতে হয়।কাকভোরে লাইন দিলে পানীয় জল মেলে দুপুরে।পুরকর্তৃপক্ষের কাছে বহুবার সমস্যা সমাধানের দাবি জানিয়েও কোন লাভ হয়নি।
কুলটির রেলপাড় এলাকায় পাঁচটি ওয়ার্ডে প্রায় এক লক্ষ বাসিন্দার বাস করেন। কেন এই দুরবস্থা?পুর কর্তৃপক্ষের বক্তব্য,বরাকর নদে সাবমার্সিবল পাম্প বসানো রয়েছে।পাইপ লাইনের মাধ্যমে রামনগরের জলাধারে জল আসে।রামনগর জলাধার থেকে জল সরবরাহ করা হয়। কিন্তু পাইপলাইন ফুটো করে অবৈধ সংযোগ নিচ্ছে কিছু অসাধু মানুষ।ফলে রেলপাড় এলাকায় জল পেতে সমস্যা হচ্ছে।
কিন্তু এই মানুষগুলি কি করে জলের সমস্যা মেটাচ্ছেন?বাসিন্দাদের বক্তব্য,তিন কিলোমিটার দূরে কুলটি রেল আবাসন অঞ্চল থেকে সাইকেলে, অটো ভাড়া করে জল আনতে হয়।কখনও আপার কুলটি নিউ রোড থেকেও জল বয়ে আনতে হয়।যার দূরত্ব আরও বেশি।কুলটি ইস্কো কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ করত। এখন কারখানা বন্ধ হওয়ায় পানীয় জলের সংকটও বেড়েছে।
আসানসোল পুরসভার জল দফতরের মেয়র পারিষদ পূর্ণ শশী রায় বলেন,কুলটির জন্য নতুন জলপ্রকল্প তৈরির কাজ চলছে।যা আগামী বছরের গোড়াতেই প্রকল্পটি চালু হয়ে যাবে।
আরও পড়ুনঃ বিস্ফোরণে ধ্বংস্তূপ তৃণমূল কার্যালয়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584