নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে । পানীয় জল পাবে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকার মানুষরা। খরচ হবে প্রায় দশ কোটি টাকা। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার ১, শালকুমার ২, পাতলাখাওয়া ও মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের প্রকল্প করছে জেলা জনস্বাস্থ্য ও কারিগরি দফতর।
উপকৃত হবেন প্রায় দশ লক্ষের মতো মানুষ। জেলার এই প্রত্যন্ত এলাকায় বসবাসকারি এই সব মানুষরা দীর্ঘদিন থেকেই পরিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ছিল । সরকার এসেছে, সরকার গিয়েছে কিন্তু পানীয় জলের সমস্যার সমাধান করেনি কেউ। তাই দশ কোটি টাকার এই জল প্রকল্প নিয়ে আশায় বুক বাধছেন এলাকাবাসীরা।
সোমবার জেলার জনস্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রকল্প এলাকা ঘুরে দেখেন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। আলিপুরদুয়ার জেলা পরিষদের সহিকারি সভাধিপতি মনোরঞ্জন দে সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।এদিন আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, ” এই প্রকল্পে দশ কোটি টাকার বেশি খরচ হবে।
আরও পড়ুনঃ দেবের উদ্যোগে ঘাটালে হোম আইসোলেশনের ব্যবস্থা
আমার বিধায়ক উন্নয়ন তহবিলের এক বছরের সব টাকা এই প্রকল্পে দেওয়া হবে। চার গ্রামপঞ্চায়েত ছাড়াও পাটকাপাড়া গ্রাম পঞ্চায়েতে আরও একটি পানীয় জল প্রকল্পের অনুমোদন করা হয়েছে। ওই প্রকল্পের কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584