তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
জেলার তৃণমূল কংগ্রেস পরিচালিত কালিয়াগঞ্জ পুরসভা আজ থেকে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল প্রতিশ্রুতিমত পৌঁছে দিল বাড়ি বাড়ি।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল যে তার প্রতিশ্রুতি কোন সময় কাগজ কলমেই সীমাবদ্ধ রাখে না আজ তিনি আবারো প্রমান করলেন।কালিয়াগঞ্জ বাসীর দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ করলেন তিনি আজ থেকে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়ার কাজ শুরু হয়।

পৌরসভার ২ নং ওয়ার্ডে নরেন্দ্র নাথ দাস সহ আরো কয়েকটি বাড়িতে জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন তহবিল থেকে ও কালিয়াগঞ্জ পৌরসভার জন্য রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে যে কাজ এতদিন চলছিল আজ তা কালিয়াগঞ্জ বাসির সামনে উন্মুক্ত করে দিলেন পৌরপতি।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল জানান , এই প্রকল্পের মাধমে প্রথমে ১৮হাজার বাড়ী তে এই কানেকশন দেওয়া হচ্ছে।তিনি বলেন সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধা পাবে শহরের নাগরিকরা। এদিকে এই প্রকল্পের বাড়ীবাড়ী পানিয় জল প্রকল্পের কাজ শুরু হওয়ায় খুশি এলাকার মানুষ।জানা যায় উত্তর দিনাজপুর জেলার ৮২শতাংশ মানুষ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত।ফলে কালিয়াগঞ্জের অধিকাংশ বাসিন্দাদের টিউবওয়েল অথবা কুয়োর জল দিয়েই পানীয় জলের প্রয়োজন মেটাত।আজ থেকে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়ার কাজ শুরু হওয়ায় এই সমস্যার সমাধান হল ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584