নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কুমারপুর গ্রাম পঞ্চায়েতের ধরমপুর গ্রামে সাতসকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জামিন জলধারা প্রকল্পে পানীয় জলের ট্যাঙ্ক। এতেই চরম ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে।
এলাকাবাসীদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই পানীয় জলের ট্যাংকের নিচে পিলার হেলে গিয়েছিল বারবার গ্রাম পঞ্চায়েতে জানিয়েও কাজের কাজ হয়নি, বৃহস্পতিবার সেই পানীয় জলের ট্যাংক হঠাৎ তা ভেঙ্গে পড়েছে এর ফলে প্রায় ৫০ টি পরিবার পানীয় জলের সমস্যায় পড়েছে,এটাই ক্ষোভ উগরে দিয়েছে এলাকাবাসীরা।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বিদেশী মুদ্রা সহ ধৃত ১
এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার ফলে এইরকম বিপত্তি, তৈরি করার সময় আমরা অনেকবারই এই নিয়ে কন্টাকটারের কথা বলেছিলাম, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ফের একবার কাটমানির প্রসঙ্গে তুলে ধরলেন গ্রামবাসীরা, অতিরিক্ত কাটমানি নেওয়ার ফলে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে এই জলের ট্যাঙ্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584