কোভিড আবহে বাড়ল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ

0
104

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কোভিড-১৯ অতিমারিতে আবারও এক সুখবর শোনাল কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ল ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট(RC) ও পারমিটের। যে বৈধতা ৩০ জুন শেষ হয়ে যাচ্ছিল, তা বৈধ থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সংক্রমণে রাশ টেনে ধরতেই এই পদক্ষেপ সড়ক ও পরিবহণ মন্ত্রকের।

driving licence | newsfront.co
সৌজন্যেঃ আজ তক

বিবৃতিতে নিতিন গড়করীর মন্ত্রক জানিয়েছে, করোনা সংক্রমণ এড়াতে নাগরিকদের পারস্পরিক দূরত্ব বজায় রেখে পরিবহন সম্পর্কিত পরিষেবাগুলি অর্জনের সহায়তার জন্যই মোটর ভেহিকলস অ্যাক্ট, ১৯৮৮ এবং কেন্দ্রীয় মোটর ভেহিকলস রুলস, ১৯৮৯ সম্পর্কিত নথিগুলির বৈধতা ৩০ শে সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ দ্বিতীয় ঢেউয়ে মারাত্মক প্রভাব পড়েছে গর্ভবতী ও প্রসবোত্তর মহিলাদের ওপর, বেড়েছে মৃত্যুহারওঃ আইসিএমআর

এর আগেও সড়ক ও পরিবহন মন্ত্রণালয় ৩০ মার্চ ২০২০, ৯ই জুন ২০২০, ২৪ আগস্ট ২০২০, ২৭ ডিসেম্বর ২০২০ এবং ২৬ মার্চ ২০২১ -এ ধরনের বিবৃতি জারি করেছিল। আগের বিবৃতিতে বলা হয়েছিল যে ফিটনেস, পারমিট (সমস্ত প্রকার), লাইসেন্স, রেজিস্ট্রেশন বা অন্য কোনও সম্পর্কিত নথিগুলির বৈধতা ৩০ জুন ২০২১ অবধি বৈধ বলে গণ্য করা হবে।

আরও বলা হয়েছে, “যে সব নথির বৈধতা ১ ফেব্রুয়ারি, ২০২০-র পর শেষ হয়ে গেছে, অথবা ৩০ সেপ্টেম্বর, ২০২১ -এর মধ্যে শেষ হয়ে যাবে, সেগুলির ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে।”

আরও পড়ুনঃ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ২ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে দেশঃ আরবিআই রিপোর্ট

উল্লেখ্য, কয়েকদিন আগেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ড্রাইভিং লাইসেন্সের জন্য আর যেতে হবে না আরটিও অফিস। সরকার অনুমোদিত যে কোনও গাড়ি প্রশিক্ষণ কেন্দ্র থেকেই দেওয়া যাবে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আর পরীক্ষাতে পাশ করলে মিলবে লাইসেন্সের সার্টিফিকেট। জুলাই মাস থেকেই শুরু হবে এই নতুন পদ্ধতি। ট্রেনিং শেষে তা অডিট করলেই তথ্য নথিভুক্ত হবে আরটিও দপ্তরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here