হরষিত সিংহ,মালদহঃ

ঝাড়ু হাতে রেল স্টেশন চত্বর ও রেল কামরা সাফাই করে সাধারণ মানুষকে স্বচ্ছ ভারত অভিযানের বার্তা দিলেন পূর্ব রেলের মালদহ ডিভিশনের ডিআরএম তনু চন্দ্রা। এছাড়াও এদিনের এই সাফাই অভিযানে উপস্থিত ছিলেন মালদহ রেলওয়ে ডিভিশন ও মালদহ টাউন স্টেশনের কর্তা আধিকারিকেরা। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গত ১৫ সেপ্টেম্বর থেকে গোটা দেশ জুড়ে শুরু হয়েছ স্বচ্ছ ভারত কর্মসূচি। আগামী ২ অক্টবর পর্যন্ত চলবে এই অভিযান।দেশের প্রতিটি প্রান্তে সরকারি আফিস থেকে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে অভিযান।পূর্ব রেলের মালদহ ডিভিশনে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এই সাফাই অভিযান।শুক্রবার সকাল থেকেই মালদহ টাউন স্টেশনের বিভিন্ন চত্বরে সাফাই করা হয়। সকালে ডাউন শতাব্দী এক্সপ্রেস মালদহ টাউন স্টেশনে পৌঁছালে যাত্রীদের সাফাই অভিযানের লিফলেট তুলে দেন ডিআরএম তনু চন্দ্রা।তারপর তিনি নিজের হাতে ট্রেনটির প্রায় প্রতিটি কামরা পরিষ্কার করেন। তারপর তিনি স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড ও পার্কিং এলাকাগুলিতেও ঝাড়ু হাতে পরিষ্কার করেন। মালদহ ডিভিশনের প্রতিটি স্টেশনে আগামী ২ অক্টবর পর্যন্ত চলবে এই সাফাই কর্মসূচি।
আরও পড়ুন: বস্তির গলি থেকে বিশ্বকাপে মালদহের রবি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584