নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
এবার ড্রোন উড়িয়ে লকডাউন কেমন চলছে তার উপর নজরদারি চালানো শুরু করলো ইসলামপুর জেলা পুলিশ । জেলা পুলিশের অন্তর্ভুক্ত পুরসভা এলাকাগুলির উপর বর্তমানে এই নজরদারি চালানো হচ্ছে ও কোথায় লকডাউন ভেঙে অযথা ভিড় করছে সাধারণ মানুষ তা দেখতেই আকাশে উড়ানো হল ড্রোন।
আকাশ থেকে ড্রোনের পাঠানো ছবি দেখেই ব্যবস্থা নেবে জেলা পুলিশ কর্তারা ।তাই জন্য রবিবার সকাল থেকেই ইসলামপুর শহর ও তার আশপাশের এলাকায় ড্রোনের মাধ্যমে পুলিশ নজরদারি শুরু করেছে । করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মূলত লকডাউনকে সফল করার লক্ষ্যেই এই ব্যবস্থা পুলিশের।
আরও পড়ুনঃ জেলাবাসীকে সচেতন করতে কালিয়াগঞ্জের রাস্তায় অঙ্কন শিল্পীদের
ড্রোনের পাঠানো ছবিতে কোথাও ভিড় নজরে এলেই পুলিশ ফোর্স সেখানে পৌঁছে, তা সরিয়ে দেবে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার ডালখোলা পুর এলাকায় একইভাবে ড্রোন উড়িয়ে লকডাউন কেমন চলছে তার নজরদারি চালায় পুলিশ ।
এদিন যদিও ইসলামপুর পুলিশ সুপার শচিন মক্কর বলেন, “এলাকার প্রতিটি জায়গায় আমরা ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছি । কোনও ভাবেই লকডাউন ভেঙে অযথা ভিড় করা যাবে না। বিষয়টি নিশ্চিত করতেই আমাদের কন্ট্রোলরুম থেকে এই ড্রোন চালনা করা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584