লকডাউনের দ্বিতীয় দিনেও শুনশান কলকাতা, নাকা চেকিং-ড্রোনে নজরদারি পুলিশের

0
68

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনের কড়াকড়ি বজায় থাকল দ্বিতীয় দিনেও। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও রাস্তাঘাট শুনশান থাকলেও আইন ভাঙার অভিযোগে বিপুল সংখ্যক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে শহর জুড়ে চলেছে রাস্তার মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং, এমনকি বেশ কিছু এলাকায় চলছে ড্রোন উড়িয়ে নজরদারি।

lockdown in kolkata | newsfront.co
সংবাদ চিত্র

লালবাজার সূত্রে খবর, শনিবারের লকডাউনে শহর জুড়ে মোট ৭০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৪ টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। মাস্ক না পরার অভিযোগে ৩৬৮ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর রাস্তায় যত্রতত্র থুতু ফেলার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

College street | newsfront.co
কলেজস্ট্রিট

উত্তর থেকে দক্ষিণ কলকাতা, ছবিটা জায়গা বিশেষে খুব একটা পার্থক্য হয়নি। উত্তরের বেলেঘাটা, ফুলবাগান থেকে শুরু করে উল্টোডাঙা, সল্টলেক আর অন্যদিকে বেহালা, খিদিরপুর থেকে শুরু করে দক্ষিণের গড়িয়াহাট, টালিগঞ্জ, যাদবপুর, সব জায়গায় নাকা চেকিং করে পুলিশ।

Shyambazaar | newsfront.co
শ্যামবাজার

আরও পড়ুনঃ লকডাউনে বেপরোয়া গাড়ি, আটকাতে গিয়ে জখম ২ পুলিশকর্মী

একই সঙ্গে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় ড্রোনের সাহায্য নজরদারি চালানো হয়। লালবাজার কন্ট্রোল রুমে বসে সিসিটিভির মাধ্যমেও শহরের উপর নজরদারি চালিয়েছে পুলিশ। টহল দেওয়া হয়েছে শহরের অলিগলিতেও।

Shyambazar | newsfront.co
সংবাদ চিত্র

জরুরি পরিষেবা ছাড়া যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁদের থেকে পরিচয়পত্র জানতে চাইছে পুলিশ। কী কারণে তাঁরা রাস্তায় বেরিয়েছেন, তা জানতে চাওয়া হচ্ছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি কিংবা খুব দরকারে রাস্তায় বেরনো ব্যক্তি ছাড়া বাকিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। নিয়ম ভাঙলে আটকও করছে পুলিশ।

আরও পড়ুনঃ কলকাতা শহরে ধনী ব্যক্তির তালিকায় রক্তিম চট্টোপাধ্যায়

kolkata | newsfront.co
সংবাদ চিত্র

তবে শহরবাসী যথেষ্ট নিয়ম মেনেই এই লকডাউন পালন করছেন। বাড়ির বাইরে বিশেষ কেউ বের হননি। সব মিলিয়ে সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনেও যথেষ্ট ভাল সাড়া মিলেছে শহরবাসীর কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here