নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা সংক্রমিত এলাকা গুলিতে বাসিন্দাদের উপর নজরদারি চালাতে ড্রোনের সাহায্য নিলো রায়গঞ্জ পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফেনিং এই ড্রোন ওড়ানোর সূচনা করেছেন।
রায়গঞ্জ ব্লকের শেরপউর গ্রাম পঞ্চায়েতের ধুরাইল গ্রামে এই ড্রোন ওড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, কন্টেইনমেন্ট এলাকা হিসাবে চিহ্নিত গ্রামগুলোতে এবার থেকে নজরদারিতে ড্রোনের সাহায্য নেওয়া হবে।
আরও পড়ুনঃ রায়গঞ্জ পুর কর্তৃপক্ষের সঙ্গে বর্তমান পরিস্থিতি বিষয়ে খোঁজ পুরমন্ত্রীর
জেলায় এই মূহুর্তে কন্টেইনমেন্ট এলাকা হিসাবে চিহ্নিত রয়েছে মোট পাঁচটি গ্রাম। সেই গ্রামগুলোতে ঢোকা ও বেরোনোর রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে এলাকাবাসীদের উপর সবসময় নজরদারি চালানো পুলিশের পক্ষে সম্ভব নয় বলে ড্রোনের সাহায্য নিচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584