নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রাজ্যের অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ড্রোন নজরদারি সহ রাস্তাতেও পুলিশী দ্বিমুখী অভিযান চালানোর উদ্যোগ নিল জেলা পুলিশ।
সেই সাথে লোকজনের মনোবল বাড়াতে পুলিশের পোস্টার প্ল্যাকার্ড সহযোগে বিশেষ টহল৷ সোমবার মেদিনীপুর শহরে কলেজ মাঠ থেকে ড্রোন উড়িয়ে শহরের বিভিন্ন রাস্তা ও মোড়গুলির জটলার দিকে নজর দেওয়া হয়েছে ৷ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তিনটি ড্রোন ব্যবহার করা হচ্ছে এই কাজে ৷
যার মধ্যে দুটি ড্রোন করোনা সংক্রামিত দাসপুরের নিজামপুর গ্রামে ও দাঁতনের সাউরি গ্রামের লোকজনের গতিবিধি নজর রাখতে ব্যবহার হচ্ছিল ৷ এবার আরও একটি ড্রোন নিয়ে সোমবার থেকে মেদিনীপুর শহর তল্লাটে নজরদারি শুরু হয়েছে ৷
আরও পড়ুনঃ সংকটময় পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান বাইসন ক্লাবের
কারন পুলিশ জানতে পেরেছেন শহরের গলিপথে জটলা আড্ডা অব্যহত ৷অতিরিক্ত পুলিশ অম্লান কুসুম ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্তারা কোতোয়ালি থানার পুলিশ বাহিনীকে নিয়ে রাস্তায় ঘোরেন দিনভর ৷ ড্রোনের মাধ্যমে লোকজনের জটলার অবস্থান জেনে সেই স্থানে কোতোয়ালী পুলিশের বাহিনীর ধরপাকড় চলে ৷
এদিন জটলা দেওয়ার সময়ে পুলিশের হাতে কয়েকজন আটক হয়েছে৷ আটক করা হয়েছে গাড়িও ৷ আপাতত এই ধরনের আকাশপথে ও স্থলপথে নজরদারি চলবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রনে না হওয়া পর্যন্ত বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584