সুদীপ পাল, বর্ধমানঃ
সরাসরি অভিযোগ জানাতে গিয়ে অস্বস্তির মধ্যে পড়েন অনেকেই। তাই বিকল্প ব্যবস্থা হিসেবে বর্ধমানের বিজেপি সংগঠন বর্ধমান, গুসকরা, কাটোয়া প্রভৃতি শহরগুলির গুরুত্বপূর্ণ মোড়ে ড্রপ বক্স রাখার পরিকল্পনা নিয়েছে। অনেকেই মনে করছেন, পুরসভার ভোটের দিকে তাকিয়ে এমন পরিকল্পনা নিয়েছে বিজেপি।
জানা গেছে, দলীয় কার্যালয়, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে থাকবে বাক্স। বাক্সের পাশে রাখা থাকবে কাগজ-কলম, যাতে অভিযোগ লিখে সরাসরি জমা দিতে পারেন এলাকার বাসিন্দারা।
সরাসরি মৌখিক ভাবে অভিযোগ জানাতে বা পুরসভার বিরুদ্ধে মুখ খুলতেও রাজি হন না অনেকেই, সেজন্যই এই বিকল্প ব্যবস্থা নিয়েছে বিজেপি।
আরও পড়ুনঃ ক্যাব ভারতের আভ্যন্তরীণ বিষয়,বন্ধুত্ব অটুট থাকবে আশা বাংলাদেশ বিদেশ মন্ত্রীর
বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বর্ধমান সদর সন্দীপ নন্দী বলেন, পুরসভা নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি রয়েছে। অভিযোগ জানাতে গিয়ে যাতে অস্বস্তির মধ্যে পড়তে না হয় তাই জন্যই এই বিকল্প ব্যবস্থা। শুধু ড্রপ বক্স নয়, পুরভোটের আগে পূর্ব বর্ধমানের মন্ডল সভাপতিদের যে নাম ঘোষণা করেছে বিজেপি, তার মধ্যে নতুন মুখদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজেপি কর্মীদের একাংশের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মন্ডল সভাপতিদের উদ্যোগী ভূমিকা থাকা দরকার। কিন্তু অনেক ক্ষেত্রেই তা হচ্ছিল না। তাই নতুন মুখ আনতে হয়েছে বেশ কিছু জায়গায়। যদিও ড্রপ বক্স নিয়ে তৃণমূল নেতা খোকন দাসের বক্তব্য, ড্রপ বক্সে তৃণমূল যা উন্নয়ন করেছে সেই লেখাই জমা পড়বে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584