জলে ডুবে মৃত হস্তিশাবক,উদ্ধার ঘিরে আতঙ্ক

0
56

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

drowning elephant | newsfront.co
নিজস্ব চিত্র

জল খেতে গিয়ে জলেই তলিয়ে গেল এক হস্তি শাবক, অনুমান বনদপ্তরের। আর সেই শাবককে রাতভর থেকে সারাদিন ঘিরে থাকল হাতির দল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের হুমগড় রেঞ্জের পাথরমারির জঙ্গলে।

drowning elephant | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই ৪০-৫০ টি হাতির একটি পাল ঘোরাফেরা করছিল এই এলাকায় । যাদের দৌরাত্ম্যে ক্ষতিও হয়েছে প্রচুর পরিমান ফসলের। গতকাল রাত্রে এই হাতির পালের মধ্যে একটি হস্তিশাবক থাকায় কয়েকটি গ্রামের মধ্যেই ঘোরাফেরা করছিল এই হাতির পালটি। বনদপ্তর সূত্রে জানা যায় মঙ্গলবার রাত্রে জল খেতে গিয়ে হস্তি শাবকটি জলে ডুবে মারা যায়। তারপর থেকে হাতির পালটি সেই শাবক হাতিটিকে উদ্ধার করে টেনে নিয়ে গিয়ে জঙ্গলে ঘিরে রাখে রাতভর।

আরও পড়ুনঃ মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার গোপালপুরে

এমতাবস্থায় বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে গেলেও ঢুকতে পারেনি। যার জেরে বুধবার দুপুর অবধি উদ্ধার করা যায়নি মৃত হস্তিশাবকটিকে। এলাকার মানুষেরাও জঙ্গলে গেলে তাদেরও তাড়া করে আসছে হাতিটি। ঘটনার জেরে আতঙ্কের ছায়া এলাকায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here