স্নানে নেমে তলিয়ে গেল ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া

0
40

সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ

বন্ধুদের সাথে স্নান করতে নেমে তলিয়ে গেল ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র। পূর্ব শংকরপুর গ্রামের বাসিন্দা নূর হোসেন পুরকাইতের ছেলে আশিক পুরকাইত(১২)।

Ashiq Purkait | newsfront.co
আশিক পুরকাইত। ফাইল চিত্র

ঘটনাটি ঘটেছে ঢোলাহাট থানা অন্তর্গত সাত পুকুরে। জানা গেছে তারা ১১জন বন্ধু মিলে সাত পুকুরে স্নান করার উদ্দেশ্য আসে। নদীতে ভাটা পরার ফলে সাত পুকুরে শিউলির গেটের কাছাকাছি ওরা স্নান করছিল।
ইতিমধ্যে তিনজন শ্যাম্পু কেনার উদ্দেশ্যে উপরে উঠে আসে। কিছুক্ষণ পর ফিরে এসে তাকে আর খুঁজে পায়না। তাদের অনুমান জলের টানে সে ১৯ গেটের মধ্যে ঢুকে গেছে।

Ashiq Purkait | newsfront.co
তলিয়ে যাওয়া আশিকের খোঁজে তল্লাশি চলছে। নিজস্ব চিত্র

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা মুহূর্তের মধ্যে জড়ো হয়ে নদীতে নেমে আসে পাশে খুঁজতে থাকে। অবশেষে না মেলায় স্থানীয়রা ঢোলাহাট থানায় খবর দেয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঢোলাহাট থানা পুলিশ প্রশাসন সহ মন্দিরবাজার ডিএসপি। ঢোলাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য মুখার্জী এনডিআরএফকে খবর পাঠান তারা এসে প্রায় দু’ঘণ্টা তল্লাশি চালায় তাতেও কোনো সুরাহা মেলেনি।

আরও পড়ুনঃ জিয়াগঞ্জের ভয়াবহ হত্যাকান্ডের কিনারা, ধৃত ১

নিখোঁজ শিশুর পিতা এবং স্থানীয় মানুষজন জানান প্রশাসনের এই উদ্ধার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। কিন্তু স্থানীয়দের অনুমান জলের স্রোতে শিউলির গেটের মধ্যে গিয়ে আটকে যেতে পারে। গেটের ভিতরে তল্লাশি করার কোন উদ্যোগ নিচ্ছে না প্রশাসন। এমনই অভিযোগ সাত পুকুর শিউলি গ্রেটের এলাকার মানুষদের। এই ঘটনার পর এলাকা আলোকিত করে রাখা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন আছেন ঢোলাহাট থানার পুলিশ। এই ঘটনার জেরে নিখোঁজ শিশুর পরিবারে এবং এলাকায় নেমেছে শোকের ছায়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here