সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
পিকনিক করতে এসে নদীতে তলিয়ে গেল স্কুল পড়ুয়া।ঘটনাটি দক্ষিন ২৪ পরগনার কুলপি থানা এলাকার নবদ্বীপ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতার হরিদেবপুর থানা এলাকার ছয় বন্ধু এদিন কুলপি থানা এলাকার নবদ্বীপে পিকনিকে আসে। সেখানে তারা মদ্যপান করে বলেও জানা যায়।
পরে নদীর পাড়ে গিয়ে ছবি তুলতে থাকে রাজীব দাস নামের এক কিশোর।তার এমন ছবি তোলা দেখে সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয় লোকজন তাকে সতর্ক করে ছবি তুলতে নিষেধ করে।তারপরেও নিষেধ অমান্য করে ঝুঁকি নিয়ে ছবি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যায় বছর সতেরোর রাজীব দাস।
পরে তিন বন্ধু তাকে উদ্ধার করার চেষ্টা করলেও নদীতে তলিয়ে যায় রাজীব। ঘটনার খবর পেয়ে কুল্পি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়।
উদ্ধারের জন্য কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি দলও ঘটনাস্থলে পৌছোয়।তবে এখনও নিখোঁজ রয়েছে ওই নাবালক।
আরও পড়ুনঃ কণ্য রাজার মেলায় নাগরদোলা থেকে পড়ে আহত
পুলিশ সূত্রে জানা যায়, পিকনিকে আসা কিশোররা প্রত্যেকেই স্কুল পড়ুয়া।ঘটনার তদন্তে কুল্পি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584