নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মাঝ সমুদ্রে ট্রলার ডুবি। প্রাণে বাঁচলেন তিন মৎস্যজীবী।জুলাইয়ের পর আবার সেপ্টেম্বরে ট্রলার ডুবি ঘটনা। কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রাণে বাঁচলেন তিন মৎস্যজীবী।

সোমবার ভোররাতে পূর্ব মেদিনীপুরের শংকরপুর থেকে ১০ নটিক্যাল মাইল দূরে ওই পাঁচ মৎস্যজীবীর বোট খারাপ হয়ে যায়। ঢেউয়ের তোড়ে তাতে ফুটো হয়ে গিয়ে ডুবে যায় ট্রলারটি। তারপর থেকে রুদ্ধশ্বাস লড়াই শুরু ওই তিন মৎস্যজীবীদের। তেলের খালি ব্যারেল আঁকড়ে ধরে ভাসতে থাকে মাঝ সমুদ্রে।

আরও পড়ুনঃ গ্লাস পরিবর্তনের পরেই বিস্ফোরিত স্মার্ট ফোন
পরে ভাটার এলে কোনোক্রমে সাঁতার কেটে নিউ দীঘা ক্ষণিকা ঘাটে উঠে ওই মৎস্যজীবীরা। তাদের উদ্ধার করে দীঘা থানায় পুলিশ দীঘা হাসপাতালে ভর্তি করা হয়।এখন তারা সবাই সুস্থ রয়েছে।
তিন মৎস্যজীবীর নাম প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এরা হলেন শুকদেব মাঝি, বিকাশ দাস ও নন্দকুমার নন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584