শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
৩০ মার্চ পুকুরে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই শিশুর।বালুরঘাট ব্লকের শালগ্রাম এলাকার ঘটনা।এদিন দুপুরে পরিবারের নজর এরিয়ে ওই দুই শিশু জলে ডুবে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।পুলিশ জানিয়েছে মৃত শিশুদের নাম নন্দিতা ঘোষ(৫) ও শিবম দাস (৫)।মৃত ওই দুই শিশু সম্পর্কে মামাতো- পিসতুতো ভাই বোন। বাড়িতে পুজো উপলক্ষ্যে এদিন একসঙ্গে হয়েছিল পরিবারের সকলে।ওই শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত নন্দিতার বাড়িতে বাবা মা সমেত এসেছিল বালুরঘাট শহরের লোকনাথ মন্দির এলাকার বাসিন্দা শিবম।শালগ্রাম এলাকায় একটি পূজা ও মেলা দেখা ছিল উপলক্ষ্য,বেলা বারোটা নাগাদ বাড়ির পাশে একটি সামান্য জল থাকা পুকুরের শুকনো জায়গায় বসে নন্দিতা শিবম সহ আরেক শিশু খেলছিল।সেসময় কোনভাবে জলে পরে কাদায় আটকে পরে দুইজন। আরেকটি শিশু দৌড়ে বাড়িতে খবর দিলে সকলে ছুটে আসে। কাদা ও জল থেকে দুইজনকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত বলে ঘোষনা করা হয়। এদিকে ওই শিশুদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুনঃ পুকুরের জলে ডুবে শিশুর মৃত্যু
মৃত দুই শিশুর আত্মীয় সীমা দাস বলেন, পুকুরটি শুকনো।সেখানে একেবারে সামান্য জল রয়েছে। পুকুরের ধারে বাচ্চাগুলো ভাজা খাচ্ছিল।সকলের অলক্ষ্যে এই ঘটনা ঘটেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584