মনিরুল হক,কোচবিহারঃ
কোচবিহার রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।দুই দিনের সফরে ২৯ অক্টোবর কোচবিহারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।৩০ অক্টোবর কোচবিহার রাসমেলা মাঠে মুখ্যমন্ত্রীর একটি সরকারি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠান মঞ্চের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।সেই কাজ খতিয়ে দেখেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।মন্ত্রী ছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার ভোলা নাথ পাণ্ডে সহ জেলার পুলিশ আধিকারিকরা।নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন তাঁরা৷আগামী ২৯ তারিখ বাগডোগরা থেকে হেলিকপ্টারে কোচবিহার যাবেন মমতা৷২ দিন আগে কোচবিহার জেলা শাসকের দফতরের পাশে নতুন একটি শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
এরপর সেই অডিটোরিয়ামেই প্রশাসনিক বৈঠক করবেন তিনি।৫০০ আসন বিশিষ্ট এই অডিটোরিয়ামটি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর প্রায় ১৫ কোটি টাকা খরচ করে তৈরি করেছে।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, “অডিটোরিয়ামের উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী চলে যাবেন সার্কিট হাউসে৷সেখানে রাতে থাকবেন তিনি৷এর পর পরদিন অর্থাৎ ৩০ তারিখ রাসমেলার মাঠে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহন করবেন এবং সেই মঞ্চ থেকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে।এই সফর সরকারি সফর হলেও,২৯ তারিখ রাতে জেলার নেতাদের সঙ্গে সার্কিট হাউসে মুখ্যমন্ত্রী বৈঠক কররে পারেন বলে সূত্রের খবর।প্রসঙ্গত,জেলায় বাড়তে থাকা যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল মেটাতে দলনেত্রী নিজে নেতাদের এই বিষয়ে নির্দেশিকা দেবেন বলেই মনে করা হচ্ছে৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা আগামী ডিসেম্বরে কোচবিহারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।তার আগেই জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই জন্যই তড়িঘড়ি কোচবিহার সফরের ঘোষণা।যদিও কোনরকম দলীয় বৈঠকের কথা অস্বীকার করেছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।তাঁর দাবি এটা পুরোপুরি সরকারি সফর৷এখানে দলীয় কোনও বৈঠক নেই।লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই সফরের রাজনৈতিক তাৎপর্য রয়েছে তা মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ মারুনিয়া গ্রামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584