দুদিন পরেও খোঁজ নেই ভেসে যাওয়া বৃদ্ধার

0
49

শ্যামল রায়,কালনাঃ

drowning-woman-did-not-found two days later
নিজস্ব চিত্র

দু-দিন পেরিয়ে গেলেও উদ্ধার হলো না মন্তেশ্বরের গাবরুপুর গ্রামের নদীতে তলিয়ে যাওয়া বৃদ্ধা।স্বাভাবিক কারণে সময় যতই‌ বাড়ছে ততই উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন বাসন্তী ঘোষ নামে ওই বৃদ্ধার পরিবারের লোকজন।প্রসঙ্গত শুক্রবার সকালে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যান ষাট বছর বয়সী ওই বৃদ্ধা।শনিবারও বেলা বাড়তেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী ডুবুরি ও বোট নামিয়ে খোঁজাখুঁজি চলে সারাদিন ধরে।

drowning-woman-did-not-found two days later
চলছে তল্লাশি। নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দা তাপস মাঝি বলেন,‘বৃদ্ধার খোঁজে শনিবারও সারাদিন ধরে বাঁকা নদীতে ডুবুরি ও বোট নামে কিন্তু বিকাল পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি।’

আরও পড়ুনঃ নদীর জলে ডুবে মহিলার মৃত্যু,দেহের খোঁজে তল্লাশি

অন্যদিকে,শারীরিক অসুস্থতার কারণে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। মৃতের নাম নারু মালিক(৬৫)।তার বাড়ি কালনা হাটগাছা গ্রামে।শনিবার কালনা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত হয়।মৃতের ছেলে বাপি মালিক বলেন, ‘বাবা আলাদা থাকত।শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে ভুগছিলেন। শুক্রবার বেলা ১০টা নাগাদ কীটনাশক খায়। কালনা হাসপাতালে ভর্তি করা হলে শনিবার বেলা ১০টা নাগাদ মারা যান।আমাদের মনে হয় শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here