২ থেকে ১৮ বছর বয়সীরাও এবার টিকা পাবে, কোভ্যাক্সিনকে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোল

0
65

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। দেবী দুর্গার আগমনেই দেশের জন্য এল সুখবর। এবার ২-১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার জন্য কোভ্যাক্সিনকে অনুমোদন দিল ড্রাগ কন্ট্রোল। মঙ্গলবারই কেন্দ্রের অধীনস্থ সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-র একটি বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, ২ থেকে ১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিনের টিকা দেওয়া যাবে।

Child vaccination

গত কয়েকমাস ধরেই শিশুদের জন্য করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ বা ট্রায়াল চালাচ্ছিল হায়দরাবাদের টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। সেপ্টেম্বরে কোভ্যাক্সিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষা পর্ব শেষ হয়েছে বলে জানিয়েছে এই টিকা প্রস্তুতকারী সংস্থা।

সেপ্টেম্বরের শেষের দিকে সেই ট্রায়ালের ফলাফল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার হাতে তুলে দেয় সংস্থা। এরপর যাবতীয় তথ্য খতিয়ে দেখার পর মঙ্গলবার তাতে ছাড়পত্র দিল ডিসিজিআই। ২ থেকে ১৮ বছর বয়সীদের কোভ্যাক্সিনের দু’টি ডোজের মধ্যে ২০ দিনের ব্যবধান থাকবে বলেও জানিয়েছে ডিসিজিআই

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here