থাকতে হবে না কোয়ারেন্টাইনে, ভারত ছাড়া ১১টি দেশের নাগরিকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে সিঙ্গাপুর

0
140

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আগামী ১৯ অক্টোবর বিশ্বের ১১ টি দেশের নাগরিকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে সিঙ্গাপুর। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই তালিকায় নেই ভারতের নাম। সিঙ্গাপুর প্রশাসনের তরফে জারি করা ‘ভ্যাকসিনেটেড ট্রাভেল লেন’ প্রকল্পের একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

Singapore

সেই নির্দেশিকায় বলা হয়েছে যে, ১১টি দেশের নাগরিকদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকা নেওয়া থাকলে সেদেশে প্রবেশের ক্ষেত্রে আর কোনও সমস্যা থাকবে না। কোয়ারেন্টাইনেও থাকতে হবে না তাঁদের। বিশ্বের ১১ টি দেশের নাগরিকদের সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে টিকাকরণের শংসাপত্র দেখাতে হবে ও যাত্রার অন্তত ৪৮ ঘণ্টা আগে আরটিপিসিআর পদ্ধতিতে কোভিড টেস্ট করতে হবে। সেই করোনা রিপোর্ট যদি নেগেটিভ আসে, তবেই সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন ওই দেশের নাগরিকরা। এছাড়াও, সিঙ্গাপুরের চাঙ্গি বিমান বন্দরে প্রবেশের আগে আরও একবার করোনা পরীক্ষা করতে হবে।

আরও পড়ুনঃ ৭০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ, সিডনিতে শীঘ্রই উঠবে লকডাউন

সিঙ্গাপুর সরকারের এই ‘ভ্যাকসিনেটেড ট্রাভেল লেন’ প্রকল্পের আওতায় রয়েছে সাতটি ইউরোপিয়ান দেশ। সেই তালিকায় রয়েছে ডেনমার্ক, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, ব্রিটেন, জার্মানি।

আরও পড়ুনঃ পুজোয় জনস্রোত কলকাতায়, রাতে লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

এছাড়া, আমেরিকা ও কানাডার নাগরিকদেরও সিঙ্গাপুরে প্রবেশের ক্ষেত্রে কোনও বাধা থাকছে না। সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র এশিয়ান দেশগুলি। ভারত, চিনই, ইন্দোনেশিয়ার মত দেশগুলিকে এখনও ওই প্রকল্পের আওতায় আনেনি সিঙ্গাপুর সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here