নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দীর্ঘদিন ধরে খোঁজার পরে অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল রায়গঞ্জ শহরের কুখ্যাত ‘ড্রাগ পেডলার’। ধৃতের নাম রমেশ বালা ওরফে বাবুয়া।রবিবার তাকে রায়গঞ্জ আদালতে হাজির করলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

শনিবার বিকালে বাড়ি থেকে পুলিশ ব্রাউন সুগার সহ রমেশকে গ্রেফতার করেছে। পুলিশের বক্তব্য, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের পরিমাণ অল্প হলেও তার কাছ থেকে মাদক পাচারকারীদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে।
বিভিন্ন জায়গায় ছোট-বড় ক্যারিয়ার তৈরি করার জন্য ব্যবহার করা হয় মাদক সেবনকারীদের। দীর্ঘদিন ধরেই রমেশ ক্যারিয়ার তৈরি করত বলে জানা গিয়েছে। সেই সূত্র ধরে বারবার করে রমেশ বালাকে ধরতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছিল রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ ডালখোলায় লরির ধাক্কায় মৃত এক
কিন্তু সবসময়ই পুলিশের হাত ফসকে পালিয়ে যেত সে । অবশেষে শনিবার বিকালে গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী রায়গঞ্জ পুর এলাকার শিল্পী নগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে দুটি ব্রাউন সুগারের পুরিয়া, রাংতা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584