মাদক কারবারে মা-ছেলে, দশ বছরের সশ্রম কারাদণ্ড

0
79

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বেহালার একটি বাড়িতে কয়েক বছর ধরে গোপনে চলছে নিষিদ্ধ মাদকের কারবার। ২০১৫ সালে গোপন সোর্স মারফত খবর এসেছিল কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরের নার্কোটিক্স সেলে। খবর পেয়েই সেই ডেরায় তল্লাশি চালায় নার্কোটিক্স সেলের বিশেষ টিম। বাড়ি থেকে উদ্ধার হয় ২ কেজি ৫০০ গ্রাম ওজনের নিষিদ্ধ মাদক, যার বাজার চলতি নাম চরস।

drug trafficker mother and son arrested from behala | newsfront.co
দীপ্তি দাস। নিজস্ব চিত্র

সেই ডেরা থেকেই গ্রেফতার করা হয় মা দীপ্তি দাস আর তার ছেলে বাপন দাসকে। মা আর ছেলে মিলে বেশ কিছুদিন ধরেই গোপনে মাদকের কারবার চালাচ্ছিল। বাইরে থেকে বোঝার উপায়ও ছিল না। ধীরে ধীরে জমেও উঠছিল যৌথ কারবার। কিন্তু শেষরক্ষা হয়নি।

আরও পড়ুনঃ মাদক বিরোধী সচেতনতা শিবির

drug trafficker  | newsfront.co
বাপন দাস। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিশু মৃত্যু নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ

দীপ্তি এবং বাপনের বিরুদ্ধে এনডিপিএস আইনে (Narcotic Drugs and Psychotropic Substances Act) মামলা রুজু হয়। বাজেয়াপ্ত করা নিষিদ্ধ মাদকের কেমিক্যাল রিপোর্ট-সহ চার্জশিট জমা দেওয়া হয়।

বুধবার আলিপুর আদালতে সেই মামলারই রায় ঘোষণা করলেন বিচারক। দীপ্তি এবং বাপনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সঙ্গে মাথাপিছু ১ লক্ষ টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে সশ্রম কারাদণ্ডের মেয়াদ বাড়বে আরও এক বছর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here