নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মাছের গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল উত্তর দিনাজপুরের করণদিঘি থানার পুলিশ৷ গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দিয়ে ওই মাছের গাড়িটিকে আটক করে পুলিশ৷ প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।
গাড়ির চালক পালিয়ে গেলেও গাঁজা পাচারের সাথে যুক্ত অপর ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রায়গঞ্জ আদালতে ধৃতকে পেশ করে পুলিশ। জানা গিয়েছে, মাছ বোঝাই গাড়ির নীচে ১৯১.৮ কেজি গাঁজা ময়নাগুড়ি থেকে উত্তর দিনাজপুর জেলায় পাচার করা হচ্ছিল।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জে প্রচুর পরিমাণ এলপিজি গ্যাসের সিলিন্ডার সহ ধৃত ১ ব্যবসায়ী
সেই খবর পাওয়ার পরে তৎপরতার সাথে ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি করা শুরু করে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত করণদিঘি থানার পুলিশ। রায়গঞ্জ জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক বলেন, গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ নাকা তল্লাশি শুরু করে৷
১৯১.৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে৷ উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষ টাকা। উত্তর দিনাজপুর জেলার কোথায় কোথায় এই গাঁজা পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু হয়েছে। পলাতক পাচারকারীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584