মদ্যপান করে অটো ড্রাইভ, দুর্ঘটনায় মৃত্যু ১

0
87

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

দুই বন্ধু মিলে অটোরিকশায় চেপে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা। আর সেখানে দু’জনেই প্রচুর মদ্যপান করে বলে অভিযোগ। তারপর দু’জনেই বাড়ি ফিরছিলেন।তাঁদের মধ্যে একজন অটোরিকশা চালাচ্ছিলেন।অন্যজন পেছনে বসেছিলেন।এরপর ঘটে দুর্ঘটনা। দিঘা থেকে এগরা আসার পথে অটো থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হলেন বছর পঞ্চাশের এক ব্যক্তি। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

dead of drunk man | newsfront.co
দুর্ঘটনাগ্রস্থ। নিজস্ব চিত্র

রবিবার বেলা ৩টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা- রামনগর রাজ্য সড়কের আইলান ব্রীজের কাছে।

স্থানীয় সূত্রের খবর, এদিন আইলান ব্রীজের কাছে চলন্ত অটোরিকশা থেকে পেছনের সিটে বসে থাকা বছর পঞ্চাশের ওই ব্যক্তি হঠাৎই পড়ে যান। অভিযোগ, গুরুতর আহত ওই ব্যক্তিকে ফেলে তাঁর চালক বন্ধু অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তখনই স্থানীয়রা ছুটে এসে অটোরিকশা- সহ চালককে ধরে ফেলেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গুরুতর আহত ওই ব্যক্তির মাথা ও শরীরে ভীষণ আঘাত লেগেছে।পাশাপাশি মাথা ফেটে চৌচির হয়ে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সেইসময় ঘটনাস্থলেই হাজির হয় এগরা থানার পুলিশ টহলদারি ভ্যান। স্থানীয় ও পুলিশের তৎপরতায় গুরুতর জখম ওই ব্যক্তিকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, গুরুতর আহত ওই ব্যক্তির অবস্থা খুবই আশঙ্কাজনক।তবে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সঞ্জীব মান্না (৫০), তিনি এগরা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মৃতের অটো চালক বন্ধু একই এলাকার বাসিন্দা বলে জানা যায়।

আরও পড়ুনঃ গভীর রাতে বালুরঘাটে মোবাইলের দোকানে গাড়ির ধাক্কা, লক্ষাধিক টাকার ক্ষতি

এই ঘটনার জেরে এদিন এগরা- রামনগর রাজ্য সড়কের উপর বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তাঁর এই অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here