নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ
চোরাই নৌকো,মাঝ গঙ্গায় ডুবে মৃত্যু তিন মদ্যপ যুবকের।ব্যারাকপুর সদরবাজার এলাকার ছয় বন্ধু মদ্যপান করতে গিয়েছিল ব্যারাকপুর মঙ্গল পান্ডে ঘাটে।সেখানে একটি নৌকা দেখতে পেয়ে তাতেই তারা চড়ে বসে।এরপর নৌকা নিয়ে চলে যায় মাঝ গঙ্গায়।

সেখানে বসে তারা মদ্যপান করে।এরপর কোনোক্রমে তাদের নৌকাটি উল্টে গঙ্গায় তলিয়ে যায়।এরপর তিনজন সাঁতার কেটে গঙ্গার পারে আসতে পারলেও বাকি তিনজন এখনো পর্যন্ত নিখোঁজ।নিখোঁজদের নাম অমিত বাল্মিকী,বিপিন পাসোয়ান,কমল ঘোষ।
আরও পড়ুনঃ ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ায়
মহঃ জ্যাকি(শাহবাজ),রাজু দাস (কাল্লু) ও বিশ্বজিৎ ভৌমিক এই তিনজন কোনোক্রমে গঙ্গা সাঁতরে বেঁচে যায়।কিন্তু নিখোঁজদের পরিবারের সদস্যদের অভিযোগ এই তিনজন তার বন্ধু হলেও তাদেরকে কোন দিন তারা দেখেননি চেনেন না।
তাই এই তিনজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে পুলিশের কাছে।এই তিনজনের বিরুদ্ধে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584