নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
হাঁড়িয়া খেয়ে উন্মত্ত বুনো দাঁতালের তান্ডবে রীতিমতো দিশেহারা বীরপাড়ার দলগাঁ চা বাগানের বাসিন্দারা।
শুক্রবার সকালে বাগানের পাশের জলপাইগুড়ি বনবিভাগের দলগাঁওয়ের জঙ্গল থেকে এক প্রকান্ড দলছুট দাঁতাল হাতি ওই চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়ে। নাগালে পেয়ে পান করে লিটার লিটার হাঁড়িয়া।
এরপরেই নেশায় বুঁদ হয়ে তান্ডব শুরু করে সে। জঙ্গলের পথ ভুলে টলায়মান পায়ে একবার এশিয়ান হাইওয়ে পেরিয়ে ছুটে যায় রাস্তার উত্তরপ্রান্তের বাগানে।কখনও আবার দক্ষিণ দিকে ফিরে এসে ভয়ঙ্কর তান্ডব চালাতে শুরু করে। প্রাণভয়ে ছুটতে শুরু করেন ভয়ার্ত চা শ্রমিকরা।
শিকেয় ওঠে বাগানের স্বাভাবিক কাজকর্ম। রাস্তা পেরোনোর সময় ওই মত্ত দাঁতাল কয়েকটি লরিকে পর্যন্ত আক্রমণ করে বসে।
আরও পড়ুনঃ চিনের আর্জিতে কাশ্মীর ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ
ওই মাতাল হাতিকে বাগে আনতে তখন ভরাবর্ষায় গলদঘর্ম পুলিশ ও বনকর্মীরা। প্রায় চার ঘন্টার চেষ্টায় শেষ পর্যন্ত ওই মাতাল দাঁতালকে দলগাঁওয়ের জঙ্গলের দিকে পাঠানো সম্ভব হয়েছে। কিন্তু চা বাগানের বাসিন্দাদের শঙ্কা তবুও কিছুতেই যাচ্ছে না।সবার মুখে একটাই কথা, আবার যদি সে ফিরে আসে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584