মদ্যপ পুলিশদের তাণ্ডবে ভাঙচুর বাড়িঘর, শ্লীলতাহানির শিকার মহিলারা

0
86

সিমা পুরকাইত ,দক্ষিণ ২৪ পরগনাঃ

পুলিশের সঙ্গে গ্রামবাসিদের বচসা । মদ না দেওয়ায় বেধরক মার পুলিশের । বিসর্জ্জনকে কেন্দ্র করে ভাঙচুর চালায় পুলিশ । রাতে কালী ঠাকুর বিসর্জ্জনকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয় । এর জেরে পুলিশ ভাঙচুর চালায় ও তিন জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার থানার নেতড়ার মালঞ্চ গ্রামে।

এক ধৃতের স্ত্রী।নিজস্ব চিত্র

গ্রামবাদীদের অভিযোগ, রবিবার রাত্রী ৯ টা সময় নেতড়ার ফাঁড়ির পুলিশ আসে । গ্রামে এসে ক্লাবের ছেলেদের কাছে মদ চায়। ভয়ে ওই ক্লাবের ছেলেরা ফাঁড়ির পুলিশদের মদ দেয়।এরপর বিসর্জ্জন নিয়ে পাড়ার মালঞ্চ গ্যাং স্টার ক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশের বচনা শুরু হয়। এরই মধ্যে সাড়ে নটা থেকে দশটার দিকে বিসর্জ্জন করে যে যার বাড়িতে চলে যায়। তারপর আবার রাত ২ টো সময় একজোটে অনেক গুলো পুলিশ আসে । এসে প্রথমেই ক্লাবে ভাঙচুর চালায় ।

ভাঙচুর গাড়িতেও । নিজস্ব চিত্র

তারপর নাকি প্রায় দশ থেকে বারো টি বাড়িতে ভাঙচুর করে ওই পুলিশ গুলি। তবে শুধু এখানেই থেমে না থেকে মহিলাদের অশ্লীল ভাষায় গালাগালিও করে বলে অভিযোগ গ্রামবাসীদের । যদিও কোন মহিলা পুলিশ সঙ্গে ছিল না। বাবলু হালদার, সোমনাথ হালদার নামে দুজন পুরুষ সহ শনকা হালদার নামে একজন মহিলাকে তুলে নিয়ে যায় পুলিশ। ঘটনায় তিব্র চাঞ্চল্যতা ছড়ায় গোটা এলাকায়।

আরও পড়ুনঃ গুদাম থেকে মাছ চুরির ঘটনায় চাঞ্চল্যতা পাল বাজারে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here