দুর্গাপুরে মদ্যপ যুবকদের হাতে নিগৃহীত চিকিৎসক

0
40

সুদীপ পাল, বর্ধমানঃ

বেপরোয়া বাইক চালাচ্ছিল কয়েকজন মদ্যপ যুবক। তার প্রতিবাদ করতে গিয়ে সেই মদ্যপ যুবকদের হাতে নিগৃহীত হলেন এক চিকিৎসক। জানা গেছে, আক্রান্ত ডিএসপি হাসপাতালের ডিরেক্টর বিশ্বজিৎ সাহা, হাসপাতালে চিকিৎসাধীন।

dunker attack to doctor in durgapur | newsfront.co
আক্রান্ত বিশ্বজিৎ বাবু। নিজস্ব চিত্র

জানা যায়, দুর্গাপুরের আনন্দ বিহার থেকে নিজের গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন দুর্গাপুর ইস্পাত মেন হাসপাতালের ডিরেক্টর বিশ্বজিৎ সাহা। উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে বাইকে করে আসছিল পাঁচ মদ্যপ যুবক। দুর্ঘটনা এড়িয়ে কোনওরকমে গাড়ি নিয়ন্ত্রণে এনে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েন বিশ্বজিৎবাবু।

এরপর গাড়ি থেকে নেমে ওই বাইকারদের মদ্যপ অবস্থায় বাইক চালানোর প্রতিবাদ করায় ওই পাঁচ যুবক তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ জলঙ্গীতে বিএসএফের গুলিতে আহত গুরু বাংলাদেশী পাচারকারী

অবশেষে স্থানীয় কয়েকজন মানুষ বিশ্বজিৎবাবুকে উদ্ধার করে ডিএসপি মেন হাসপাতালে ভর্তি করেন। তবে যে কয়েকজন যুবক মারধর করছিলেন তাদের মধ্যে দুজন দুষ্কৃতীকে চিহ্নিত করা গেছে। এর মধ্যে একজন অশোক রায়, অন্যজন টিঙ্কু সাহানি। এই দুই অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ উঠেছে বলে জানা গেছে।

বর্তমানে দুর্গাপুরের এক কয়লা মাফিয়া ঘনিষ্ঠ বলে পরিচিত এই দুই দুষ্কৃতীকে দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে শাসকদলও। ডিএসপি আইএনটিটিইউসি নেতা জয়ন্ত রক্ষিত বলেন, শিল্প শহরের পরিবেশকে এভাবে কলুষিত করা যাবে না। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here