নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিতর্ককে সঙ্গী করে চলতে বোধহয় ভালোবাসেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত। সব বিষয়ে মতপ্রকাশ করার অভ্যাস আছে তাঁর, হয়তো বা আলোচনার কেন্দ্রে থাকার এটাই সহজ উপায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে প্রায় রোজই খবরের শিরোনামে থাকছেন কঙ্গনা।
গতকালই মুম্বইয়ের আদালতে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলার প্রেক্ষিতে বয়ান রেকর্ড করেছেন জাভেদ আখতার, ওদিকে কৃষক আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করায় পাঞ্জাবী অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ, গায়ক মিকা সিং থেকে শুরু করে আরও অনেকের সাথেই টুইটারে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন অভিনেত্রী।
আরও পড়ুনঃ সত্যের বিকৃতি মালব্যের পোস্টে, ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ তকমা টুইটারের
কৃষক আন্দোলনের অন্যতম মুখ মাহিন্দর কৌরকে ‘শাহিনবাগের দাদি’ বলায় এবার কঙ্গনার ওপর অত্যন্ত বিক্ষুব্ধ দিল্লির শিখ গুরুদ্বার কমিটি। হরকম সিং নামে পাঞ্জাবের জিরাকপুরের এক আইনজীবী কয়েকদিন আগেই বলিউডের এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আইনি নোটিস পাঠিয়েছিলেন।
আরও পড়ুনঃ কৃষি আইন নিয়ে অনড় কেন্দ্র, পদ্মবিভূষণ ফিরিয়ে প্রতিবাদ বাদলের
এবার দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির তরফ থেকে আইনি নোটিস পাঠানো হল বলিউড অভিনেত্রীকে। কমিটির দাবি, মাহিন্দর কৌরকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন, তার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে কঙ্গনাকে। কঙ্গনা সেই বিতর্কিত টুইট অবশ্য ডিলিটও করে দিয়েছেন টুইটার থেকে।
এই ইস্যুতে কঙ্গনার সঙ্গে নেটদুনিয়ায় তীব্র বাদানুবাদে জড়িয়েছেন পাঞ্জাবী তারকা দিলজিৎ দোসাঞ্ঝও। পাঞ্জাবী গায়ক মিকা সিংও বলেছেন, একজন মহিলা হয়েও আরেকজন বৃদ্ধা মহিলাকে যে ভাষায় আক্রমন করেছেন কঙ্গনা, তার জন্য ওনার লজ্জিত হওয়া উচিত এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা উচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584