নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
২৬ সেপ্টেম্বর শনিবার ভারতবর্ষের নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্মদিবস সারা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ছাত্র সংগঠন ডিএসও র উদ্যোগে পালন করা হয়। মেদিনীপুর শহরে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাব্রতী এবং বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি হরিপদ মন্ডল। বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন ছাত্র সংগঠন ডিএসও -র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মনিশংকর পট্টনায়ক। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক ব্রতীন দাস, সহ সভাপতি সিদ্ধার্থ শংকর ঘাঁটা।
আরও পড়ুনঃ দাঁতনে বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে মূর্তি উন্মোচন
মাল্যদানের পর একটি সুসজ্জিত মিছিল বিমল দাসগুপ্তের মূর্তির পাদদেশ পর্যন্ত পরিক্রমা করে এবং সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। শনিবারের এই দিনটি শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার্থে অঙ্গীকার দিবস হিসেবে পালন করা হয়। সভা শেষে কেন্দ্র সরকারের শিক্ষাধ্বংসকারী, বিদ্যাসাগরের শিক্ষা চিন্তার পরিপন্থী ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে স্বাক্ষর সংগ্রহ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584