নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই, উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীকেই ভর্তির সুযোগের দাবীতে বহরমপুর শহরের প্রায় সমস্ত স্কুলে শনিবার ডেপুটেশন দেয় ডি এস ও। স্কুলগুলিতে ভর্তি ফর্ম ও ভর্তির ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে জেলায় ইতিপূর্বেই কিছু আঞ্চলিক কনভেনশন করা হয়েছিল ডি এস ও এর তরফে। একাদশ শ্রেণীর ভর্তির শুরুতেই সেই সমস্ত দাবী নিয়েই ‘আবেদন-নিবেদন’ নীতির মধ্য দিয়ে ডি আই দপ্তর ও বিভিন্ন স্কুলে পুনরায় ডেপুটেশন দেয় ডি এসও। উক্ত ছাত্র সংগঠনের জেলা সম্পাদক সাবির আলি জানিয়েছেন, ভর্তি ফি নিয়ন্ত্রণ এবং সকল ছাত্রের ভর্তি সংক্রান্ত বিষয়ে তারা স্কুলগুলিতে প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের কাছে তাদের দাবী জানান, বিদ্যালয় কতৃপক্ষের তরফে তাদের ফি সংক্রান্ত বিষয়ে আশ্বস্ত করা হয়।
অন্যদিকে স্কুলগুলির তরফে জানানো হয়েছে একাদশ শ্রেনীর ভর্তি সংক্রান্ত বিষয়ে সরকার কোনো নির্দেশিকা জারি করেননি, ফলে জেলা জুড়েই নির্দিষ্ট কোনো ফি স্ট্রাকচার নেই। তবে, বিদ্যালয়গুলি ছাত্রস্বার্থ রক্ষা করেই ফি নিয়ে থাকেন এমনটাই অভিমত শিক্ষক মহলের। ফি সংক্রান্ত বিষয়ে সরকারী নির্দেশিকা না থাকাতে হয়রানি হচ্ছে প্রচুর ছাত্রেরই, অভিভাবকদেরও। ডি এস ও জেলা কমিটি সদস্য ওয়াসিম আলি জানায়, সরকার ছাত্রদের দায় নিতে চায়না,তাই ইচ্ছে করেই আইনি ফাঁক রাখা হয়েছে,সরকারের এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ অগণতান্ত্রিক, এর বিরুদ্ধে জেলা জুড়েই আন্দোলন গড়ে তুলবে ডি এস ও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584