নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার বিরুদ্ধে, ঘটনার পূর্ণ তদন্ত করে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এবং সকল ছাত্রীর নিরাপত্তার দাবীতে উপাচার্যের নিকট ডেপুটেশন দিয়েছে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডি এস ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ইউনিট।
এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বতঃস্ফূর্ত ভাবে গড়ে ওঠা ছাত্র আন্দোলন কে পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা ডিএসও’র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তাপস জানা বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল যা অত্যন্ত লজ্জার এবং বেদনার। নিন্দা জানানোর আমার ভাষা নেই।
তিন মাস আগে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ঘটনার বিরুদ্ধে আমরাই প্রতিবাদ জানাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে এক মাসের মধ্যে সঠিক তদন্ত করে রিপোর্ট বার করবে, কিন্তু সেই রিপোর্ট কোথায়? আবারও একই ঘটনার সাক্ষী হল ফিজিক্স ডিপারমেন্টে।
এমন একটি উদ্বেগজনক ঘটনা ঘটার পরও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উদাসীনতা আমরা বারবার লক্ষ্য করছি। তাই আমরা দাবি করছি, এখনই বিষয়টির সঠিক তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সকল ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিতের জন্য যথাযথ ব্যবস্থা এখনই নেওয়া হোক।
আরও পড়ুনঃ তামাক ব্যবহার নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ শিবির
আরও বলেন, সিবিসিএস এবং সেমিস্টার প্রথায় শিক্ষকদের কাছে নম্বর পাওয়ার চাবিকাঠি থেকেই যাচ্ছে। যারই সুযোগ নিচ্ছেন ওই সমস্ত শিক্ষকরা, ফিজিক্স ডিপার্টমেন্টের এই ঘটনা তারই প্রমান। তাই আমরা সিবিসিএস, সেমিস্টারেরও বিরোধীতা করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584