বদায়ুনে প্রৌঢ়া ধর্ষণ-খুনের প্রতিবাদে ডিএসও’র মিছিল

0
59

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

হাথরাসের পর বদায়ুন! উত্তরপ্রদেশে গণধর্ষণ করে খুন করার মতো ঘটনা বারবার ঘটে চলেছে। যোগী সরকার কার্যত এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। এমনই অভিযোগ তুলে শুক্রবার মেদিনীপুর শহরে বিক্ষোভ প্রদর্শন করল ছাত্রসংগঠন অল ইন্ডিয়া ডিএসও।

dso protest rally | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

সম্প্রতি উত্তরপ্রদেশের বদায়ুনে বছর পঞ্চাশের এক মহিলাকে গণধর্ষণ করে নৃশংস ভাবে খুন করার মতো ঘটনা আবারও সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে। তাই শুক্রবার মেদিনীপুরে ছাত্র সংগঠন ডিএসও’র পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে।

আরও পড়ুনঃ ভগবানগোলায় সাব-রেজিস্ট্রারদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভের তেইশ তম দিনে কপিরাইটাররা

দাবি ওঠে উত্তরপ্রদেশে বারবার এমন ঘটনা ঘটছে কেন? যোগী সরকার জবাব দাও। এছাড়াও এ রাজ্যে উত্তর চব্বিশ পরগণা জেলায় হেমনগর থানা এলাকায় এই রকমই একটি ঘটনার প্রতিবাদ জানায় তারা।ডিএসও’র জেলা সম্পাদকমন্ডলীর সদস্যা টুম্পা গোস্বামী বলেন, যোগী সরকারের প্রত্যক্ষ মদতে বারবার উত্তরপ্রদেশে এমনই ঘটনা ঘটছে,প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চবর্ণীয় হিন্দুরা এই অপরাধমূলক কাজে দায়ী।

আরও পড়ুনঃ চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের দাবিতে ফালাকাটায় বিডিওকে ডেপুটেশন

দোষীরা শাস্তি পাচ্ছে না।ফলে আমরা দাবি জানাচ্ছি বদায়ুনের পাশাপাশি আমাদের রাজ্যে উত্তর ২৪ পরগণা জেলার হেমনগর থানা এলাকায় ঘটে যাওয়া ঘটনার দোষীদের এক্ষুণি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মদ,জুয়া, ব্লু ফিল্ম, নারীদেহ নিয়ে নোংরা প্রদর্শন অবিলম্বে বন্ধ করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here